শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৫০ হাজার মানুষের নৌকাই ভরসা

দিনাজপুর প্রতিনিধি

নদী পারাপারে একমাত্র ভরসা নৌকা। দিনাজপুর সদরের দক্ষিণের সঙ্গে বিরলের কয়েকটি গ্রামের মাঝে পুনর্ভবা নদী বয়ে যাওয়ায় স্থানীয় জনগণের ভরসা নৌকা। সদরের আউলিয়াপুর ইউনিয়নের সঙ্গে বিজোড়া ইউনিয়নের দুলালিগঞ্জ ঘাট, সদরের আউলিয়াপুর ইউনিয়নের সঙ্গে বিরলের পলাশবাড়ী ইউনিয়নের সাকাইর ঘাট, সদরের সুন্দরার সঙ্গে বিরলের কান্দেকপুর ঘাট। এ তিনটি ঘাট দিয়ে নৌকায় চলাচল করে মানুষ। এসব ঘাট দিয়ে নিয়মিত ৫০ হাজারের অধিক মানুষ বিরলের বিজোড়া ও পলাশবাড়ি ইউনিয়ন থেকে দিনাজপুর জেলা সদরে যাতায়াত করে। একটি ব্রিজের কারণে এ অঞ্চলটি অবহেলিত হয়ে আছে। চরম দুর্ভোগের এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি ব্রিজের।

সর্বশেষ খবর