বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বেনাপোলে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর ও বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার শিকড়ীতে গুলিবিদ্ধ হয়ে সেলিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বেনাপোল পৌরসভার ভবেরবেড় এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ দাবি করেছে, মঙ্গলবার ভোররাতে দুই দল মাদক ব্যবসায়ীর সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলিবিনিময়ের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেলিমের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ১৬টিসহ বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোলকুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই সেলিমের মৃত্যু হয়।

সর্বশেষ খবর