রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভারী বর্ষণে দুই উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি

আমতলী প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণে পটুয়াখালীর আমতলী ও তালতলী উপজেলার তরমুজ, ডাল, বাদামসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল রক্ষায় কৃষক সেচ যন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন।

খেপুপাড়া আবহওয়া অফিস সূত্রে জানা যায়, লঘুচাপের প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তরমুজ, মরিচ, মুগডাল, বাদামসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোনাখালী গ্রামের হাসান জানান, তার তিন একর জমির করলা, দুই একরের বাদাম নষ্ট হয়ে গেছে। ওই গ্রামের সোহেল রানা জানান, পাঁচ একর জমির মুগডাল পানিতে তলিয়ে গেছে। কৃষক নাসিরের ভাষ্য, ১৫ একর জমিতে তরমুজ চাষ করেছেন। এক সপ্তাহের মধ্যে ফসল তোলা শুরু হওয়ার কথা। সে মুহূর্তে বৃষ্টি তাদের সর্বস্বান্ত করে দিয়েছে। একই অভিযোগ করেন—কৃষক শিবলী শরীফ, লিটন, নুরুল আলমসহ অনেকে। আমতলীর কৃষি কর্মকর্তা বদরুল আলম জানান, আমতলী ও তালতলীতে সাত হাজার ৩০০ হেক্টর জমিতে মুগ ডাল, তিন হাজার হেক্টরে তরমুজ ও তিন হাজার হেক্টরে বাদাম, মরিচ, করলাসহ রবি ফসল আবাদ হয়েছে। বৃষ্টিতে গতকাল পর্যন্ত শতকরা ২০ ভাগ ফসলের ক্ষতি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর