বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বসুন্ধরা আই হসপিটাল

বিনামূল্যে চক্ষুশিবির

টাঙ্গাইল প্রতিনিধি

সখীপুরে বসুন্ধরা আই হসপিটালের উদ্যোগে এবং বড়চওনা প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির হয়েছে। গতকাল বড়চওনা ফুলকুড়ি বিদ্যানিকেতনে চক্ষুশিবির উদ্বোধন করেন কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান হারেজ। প্রধান অতিথি ছিলেন— স্বাস্থ্য অধিদফতরের সাবেক উপ-সহকারী পরিচালক ডাক্তার শামসুল হক। শাহজালাল চৌধুরী বেলালের সভাপতিত্বে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, অধ্যাপক খান মোহাম্মদ সেলিম, সাত্তার মণ্ডল প্রমুখ। ৫০০ রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ ও চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। বসুন্ধরা আই হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার মজিবর রহমান ও এমএ খালেকের তত্ত্বাবধানে ৫০ জনকে ছানি অপরেশনের জন্য বাছাই করা হয়। ডাক্তার এমএ খালেক বলেন, চক্ষুসেবা নিশ্চিত করতেই বসুন্ধরা আই হসপিটাল উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর