বঙ্গবন্ধু প্রসঙ্গে এক স্মৃতিচারণায় নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানপত্নী সালমা ওসমান লিপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর বয়স তখন ১০-১২। ওই সময় তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুল পরিদর্শনে আসেন কিছু সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। পরিদর্শন শেষে ওই কর্মকর্তারা স্কুলের প্রধান শিক্ষকের বাসার দিকে রওনা দেন। কিন্তু বঙ্গবন্ধু তাদের গতিরোধ করে বলেন, আপনারা স্যারের বাসায় যেতে পারবেন না। এতটুকু শিশুর এ রকম কথায় অবাক হয়ে কর্মকর্তারা পাল্টা প্রশ্ন করে জানতে চান, কেন? জবাবে বঙ্গবন্ধু বলেন, আমার স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে। ওই ছাদ মেরামত না করা পর্যন্ত আপনাদের যেতে দেওয়া হবে না। এতটুকু ছেলের স্কুলের প্রতি সহমর্মিতায় ওই আমলে স্কুলের মেরামতে তত্ক্ষণাৎ ১২০০ টাকা অনুমোদন দিয়ে দেন কর্মকর্তারা। এই হলেন আমাদের বঙ্গবন্ধু। ওই ছোট্ট বয়সেও বঙ্গবন্ধু ছিলেন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর।’ গতকাল বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা মহিলা সংস্থার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উদ্যাপন আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা শেষে সালমা ওসমান লিপি অতিথিদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। অতিথিদের মধ্যে ছিলেন সংগঠনের জেলা শাখার ডিরেক্টর মিতালী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসীম হায়দার, সদর উপজেলা কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, মহানগর সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল প্রমুখ। এদিকে সিদ্ধিরগঞ্জে মউফুল উলুম মাদ্রাসায় দিনব্যাপী কোরআন খানি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী। রূপগঞ্জ : রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, মনির হোসেন, এনামুল হক ভূঁইয়া, আবুল বাশার টুকু, আ. জব্বার, আলিমুদ্দিন, নবী হোসেন প্রমুখ। সোনারগাঁ : বাংলাদেশ লোক ও কারুশল্প ফাউন্ডেশন শুক্রবারে বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন লিয়াকত হোসেন খোকা এমপি, ইউএনও শাহানুর ইসলাম, অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
স্কুলে পড়ার সময়ই বঙ্গবন্ধু ছিলেন সাহসী ও প্রতিবাদী
------------- লিপি ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর