বঙ্গবন্ধু প্রসঙ্গে এক স্মৃতিচারণায় নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানপত্নী সালমা ওসমান লিপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর বয়স তখন ১০-১২। ওই সময় তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুল পরিদর্শনে আসেন কিছু সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। পরিদর্শন শেষে ওই কর্মকর্তারা স্কুলের প্রধান শিক্ষকের বাসার দিকে রওনা দেন। কিন্তু বঙ্গবন্ধু তাদের গতিরোধ করে বলেন, আপনারা স্যারের বাসায় যেতে পারবেন না। এতটুকু শিশুর এ রকম কথায় অবাক হয়ে কর্মকর্তারা পাল্টা প্রশ্ন করে জানতে চান, কেন? জবাবে বঙ্গবন্ধু বলেন, আমার স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে। ওই ছাদ মেরামত না করা পর্যন্ত আপনাদের যেতে দেওয়া হবে না। এতটুকু ছেলের স্কুলের প্রতি সহমর্মিতায় ওই আমলে স্কুলের মেরামতে তত্ক্ষণাৎ ১২০০ টাকা অনুমোদন দিয়ে দেন কর্মকর্তারা। এই হলেন আমাদের বঙ্গবন্ধু। ওই ছোট্ট বয়সেও বঙ্গবন্ধু ছিলেন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর।’ গতকাল বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা মহিলা সংস্থার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উদ্যাপন আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা শেষে সালমা ওসমান লিপি অতিথিদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। অতিথিদের মধ্যে ছিলেন সংগঠনের জেলা শাখার ডিরেক্টর মিতালী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসীম হায়দার, সদর উপজেলা কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, মহানগর সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল প্রমুখ। এদিকে সিদ্ধিরগঞ্জে মউফুল উলুম মাদ্রাসায় দিনব্যাপী কোরআন খানি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী। রূপগঞ্জ : রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, মনির হোসেন, এনামুল হক ভূঁইয়া, আবুল বাশার টুকু, আ. জব্বার, আলিমুদ্দিন, নবী হোসেন প্রমুখ। সোনারগাঁ : বাংলাদেশ লোক ও কারুশল্প ফাউন্ডেশন শুক্রবারে বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন লিয়াকত হোসেন খোকা এমপি, ইউএনও শাহানুর ইসলাম, অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
স্কুলে পড়ার সময়ই বঙ্গবন্ধু ছিলেন সাহসী ও প্রতিবাদী
------------- লিপি ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর