সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

এক পলক

সাভারে ৩৪ জনের বিরুদ্ধে মামলা

সাভারে আসামি ধরতে গিয়ে ‘পুলিশ হামলার শিকার’ হয়েছে অভিযোগ এনে ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার রাতে ভবানীপুর এলাকায় নিজ বাগান বাড়ি থেকে আল আমিন নামে এক যুবককে আটক করা হয়। পুলিশের দাবি— আল আমিন সন্ত্রাসী এবং তার নামে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর সহযোগীরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল, এএসআই মহসিন আহমেদ, কনস্টেবল বাবুল মিয়া ও শামিম হোসেন আহত হন। তাদের সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়। পুলিশের গুলিতে ইসমাইল নামে এক ফুল ব্যবসায়ী নিহত হন। —সাভার প্রতিনিধি

ভুল চিকিৎসায় মৃত্যু

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিহতের স্বজনরা হাসপাতাল গেটে বিক্ষোভ করেন। ঘটনার পর থেকে হাসপাতালের স্টাফ নার্স মালিক পক্ষের লোকজন গা ঢাকা দেন। নিহতের স্বজন মাসুদ রানা বলেন, গতকাল বেলা ১১টার সময় এরশাদ নগর ২ নং ব্লকের নূরজাহান হাই প্রেসারজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক সাদ্দাম হোসেন তাকে চিকিৎসা দেন। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। এ খবর স্বজনদের মাঝে ছড়িয়ে পড়লে হাসপাতাল গেটে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ বিষয়ে চিকিৎসক সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ করলে অভিযোগ অস্বীকার করেন। মিথ্যা বলে দাবি করেন। এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. হাসমত আলী বলেন অতিরিক্ত প্রেসার ও বয়সজনিত কারণে তার মৃত্যু হয়েছে। —টঙ্গী প্রতিনিধি

রূপগঞ্জে ফের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বলাইখা, গোলাকান্দাইল ও ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক এ এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে থাকা অবৈধ ফুটপাত ফের উচ্ছেদ করা হয়েছে। ভুলতা ফাঁড়ির পক্ষ থেকে রবিবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল আলম জানান, গত ৪ জুন জেলা পুলিশের এএসপি (ট্রাফিক) আব্দুর রশিদ, সওজের ইঞ্জিনিয়ার বিকাশ চন্দ  ও টিআই মাহবুব শাহর উপস্থিতিতে অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়েছিলো। উচ্ছেদের পর আবারো  ভুলতা ফ্লাইওভারের আশপাশের জায়গাগুলোর ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছে। এদিকে, ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, তারা বিভিন্ন সরকারি-বেসরকারি এনজিও থেকে টাকা উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বিনা নোটিসে পুলিশ তাদের উচ্ছেদ করেছে।

—রূপগঞ্জ প্রতিনিধি

ধামরাইয়ে সরব আওয়ামী লীগ, নীরব বিএনপি

ঢাকার ধামরাইয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করে তুলতে  স্থানীয় এমপি এমএ মালেক প্রতিদিনই বিভিন্ন ইফতার পার্টিতে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছেন। আর বিএনপি বিগত বছরগুলোতে ইফতার মাহফিলে বেশ তত্পরতা দেখালেও  এ বছর তাদের তত্পরতা লক্ষ্য করা যায়নি। নেতাকর্মীরা জানিয়েছেন, এমপি এমএ মালেক গত সাড়ে তিন বছরে ধামরাই উপজেলায় মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল-কলেজ, পাকা সড়কসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। এছাড়াও  বংশী নদীর ওপর বেশ কয়েকটি  সেতু নির্মাণ করে পাল্টিয়ে দিয়েছেন ওইসব এলাকাবাসীর ভাগ্যে। —ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর