ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুল ছুটি দিয়ে ধর্ষণচেষ্টার শালিস করার অভিযোগ উঠেছে বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসে ওই শালিস হয়। অভিযোগ রয়েছে, ওই শালিসে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত রাজন এবং নির্যাতিত শিশু ও তার পরিবারের সদস্যরাও ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শালিস ভেঙে দেয়। পরে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ এবং ম্যানেজিং কমিটির সভাপতি স্কুল ছুটি দিয়ে শালিসের বিষয়টি অস্বীকার করে। তবে স্কুল থেকে ফেরার পথে ছালিম মেম্বারের বাড়ির সামনে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলে, ‘আফা ছুডি দিয়া দিছে। কিয়ের জানি দরবার অইবো।’ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম ভূঞা বলেন, আমি পুরো বিষয়টি জানি না। শনিবার আমি সপরিবারে বাড়ির বাইরে ছিলাম। তবে রবিবার ম্যানেজিং কমিটির মিটিংয়ে মীমাংসার জন্য বসা হয়েছিল। প্রধান শিক্ষক শিল্পী ভট্টাচার্য বলেন, রবিবার স্কুল ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে ধর্ষণচেষ্টা নিয়ে আলোচনা চলছিল। পরে উপরের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়। তবে স্কুল ছুটির বিষয়টি তিনি অস্বীকার করেন। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী ছিদ্দিক বলেন, বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষককে বলার পর শালিস বন্ধ করে দেয়। স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষক শালিস দরবার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, গতকাল দুপুরে মেয়েটির মা বাদী হয়ে রাজন নামে একজনকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের লিয়াকত ভূঞার ছেলে রাজন মিয়া (১৮) শনিবার টিফিন চলাকালীন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর ডাকচিৎকারে সহপাঠী ও আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রাজন পালিয়ে যায়।
শিরোনাম
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
স্কুল ছুটি দিয়ে শালিস
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর