ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুল ছুটি দিয়ে ধর্ষণচেষ্টার শালিস করার অভিযোগ উঠেছে বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসে ওই শালিস হয়। অভিযোগ রয়েছে, ওই শালিসে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত রাজন এবং নির্যাতিত শিশু ও তার পরিবারের সদস্যরাও ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শালিস ভেঙে দেয়। পরে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ এবং ম্যানেজিং কমিটির সভাপতি স্কুল ছুটি দিয়ে শালিসের বিষয়টি অস্বীকার করে। তবে স্কুল থেকে ফেরার পথে ছালিম মেম্বারের বাড়ির সামনে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলে, ‘আফা ছুডি দিয়া দিছে। কিয়ের জানি দরবার অইবো।’ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম ভূঞা বলেন, আমি পুরো বিষয়টি জানি না। শনিবার আমি সপরিবারে বাড়ির বাইরে ছিলাম। তবে রবিবার ম্যানেজিং কমিটির মিটিংয়ে মীমাংসার জন্য বসা হয়েছিল। প্রধান শিক্ষক শিল্পী ভট্টাচার্য বলেন, রবিবার স্কুল ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে ধর্ষণচেষ্টা নিয়ে আলোচনা চলছিল। পরে উপরের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়। তবে স্কুল ছুটির বিষয়টি তিনি অস্বীকার করেন। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী ছিদ্দিক বলেন, বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষককে বলার পর শালিস বন্ধ করে দেয়। স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষক শালিস দরবার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, গতকাল দুপুরে মেয়েটির মা বাদী হয়ে রাজন নামে একজনকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের লিয়াকত ভূঞার ছেলে রাজন মিয়া (১৮) শনিবার টিফিন চলাকালীন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর ডাকচিৎকারে সহপাঠী ও আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রাজন পালিয়ে যায়।
শিরোনাম
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
স্কুল ছুটি দিয়ে শালিস
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর