ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুল ছুটি দিয়ে ধর্ষণচেষ্টার শালিস করার অভিযোগ উঠেছে বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসে ওই শালিস হয়। অভিযোগ রয়েছে, ওই শালিসে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত রাজন এবং নির্যাতিত শিশু ও তার পরিবারের সদস্যরাও ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শালিস ভেঙে দেয়। পরে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ এবং ম্যানেজিং কমিটির সভাপতি স্কুল ছুটি দিয়ে শালিসের বিষয়টি অস্বীকার করে। তবে স্কুল থেকে ফেরার পথে ছালিম মেম্বারের বাড়ির সামনে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলে, ‘আফা ছুডি দিয়া দিছে। কিয়ের জানি দরবার অইবো।’ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম ভূঞা বলেন, আমি পুরো বিষয়টি জানি না। শনিবার আমি সপরিবারে বাড়ির বাইরে ছিলাম। তবে রবিবার ম্যানেজিং কমিটির মিটিংয়ে মীমাংসার জন্য বসা হয়েছিল। প্রধান শিক্ষক শিল্পী ভট্টাচার্য বলেন, রবিবার স্কুল ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে ধর্ষণচেষ্টা নিয়ে আলোচনা চলছিল। পরে উপরের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়। তবে স্কুল ছুটির বিষয়টি তিনি অস্বীকার করেন। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী ছিদ্দিক বলেন, বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষককে বলার পর শালিস বন্ধ করে দেয়। স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষক শালিস দরবার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, গতকাল দুপুরে মেয়েটির মা বাদী হয়ে রাজন নামে একজনকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের লিয়াকত ভূঞার ছেলে রাজন মিয়া (১৮) শনিবার টিফিন চলাকালীন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর ডাকচিৎকারে সহপাঠী ও আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রাজন পালিয়ে যায়।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা