ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুল ছুটি দিয়ে ধর্ষণচেষ্টার শালিস করার অভিযোগ উঠেছে বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসে ওই শালিস হয়। অভিযোগ রয়েছে, ওই শালিসে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত রাজন এবং নির্যাতিত শিশু ও তার পরিবারের সদস্যরাও ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শালিস ভেঙে দেয়। পরে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ এবং ম্যানেজিং কমিটির সভাপতি স্কুল ছুটি দিয়ে শালিসের বিষয়টি অস্বীকার করে। তবে স্কুল থেকে ফেরার পথে ছালিম মেম্বারের বাড়ির সামনে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলে, ‘আফা ছুডি দিয়া দিছে। কিয়ের জানি দরবার অইবো।’ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম ভূঞা বলেন, আমি পুরো বিষয়টি জানি না। শনিবার আমি সপরিবারে বাড়ির বাইরে ছিলাম। তবে রবিবার ম্যানেজিং কমিটির মিটিংয়ে মীমাংসার জন্য বসা হয়েছিল। প্রধান শিক্ষক শিল্পী ভট্টাচার্য বলেন, রবিবার স্কুল ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে ধর্ষণচেষ্টা নিয়ে আলোচনা চলছিল। পরে উপরের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়। তবে স্কুল ছুটির বিষয়টি তিনি অস্বীকার করেন। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী ছিদ্দিক বলেন, বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষককে বলার পর শালিস বন্ধ করে দেয়। স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষক শালিস দরবার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, গতকাল দুপুরে মেয়েটির মা বাদী হয়ে রাজন নামে একজনকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের লিয়াকত ভূঞার ছেলে রাজন মিয়া (১৮) শনিবার টিফিন চলাকালীন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর ডাকচিৎকারে সহপাঠী ও আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রাজন পালিয়ে যায়।
শিরোনাম
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
স্কুল ছুটি দিয়ে শালিস
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর