নাচোল থানায় পুলিশি হেফাজতে থাকা রিমান্ডের আসামি মাহফুজুর রহমানের মৃত্যুর ঘটনায় ওসিসহ আটজনের বিরুদ্ধে করা হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে গত বৃহস্পতিবার এই প্রতিবেদন দাখিল করলেও বিষয়টি রবিবার প্রকাশ করা হয়। প্রতিবেদনে মাহফুজুরের মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করে আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল হাসান। বাদী মাহফুজুর ভাই শাহিনুর আলম জানিয়েছেন, তিনি এর বিরুদ্ধে নারাজি আবেদন করবেন।
জানা যায়, গত ২৬ জুলাই নাচোল থানায় পুলিশি হেফাজতে মৃত্যু হয় রিমান্ডের আসামি মাহফুজুর রহমানের। ভুয়া চিকিৎসক সেজে নাচোলের একটি ক্লিনিকে স্কুলছাত্রীর অপারেশন করে তাকে হত্যার দায়ে ১৯ জুলাই পুলিশ মাহফুজুরকে গ্রেফতার করেছিল। ২৫ জুলাই তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। পুলিশের দাবি, ২৬ জুলাই দুপুরে থানার পুরুষ হাজতখানার টয়লেটে নিজের প্যান্ট ছিঁড়ে দরজার বিমে ঝুলে আত্মহত্যা করে মাহফুজুর। পরে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মাহফুজের স্বজনদের দাবি, চাহিদামত উেকাচ না দেওয়ায় পুলিশের নির্যাতনে মারা গেছে তাদের ছেলে।