বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

যশোরের টিকিট নেই এক সপ্তাহ ধরে, যাত্রীদুর্ভোগ

খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন

বেনাপোল প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ের খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনের বেনাপোল স্টেশনে যশোরের কোনো টিকিট না থাকায় হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। খুলনা-নোয়াপাড়ার টিকিট থাকলেও এক সপ্তাহ ধরে যশোরের টিকিট নেই। ফলে অনেক যাত্রী টিকিট ছাড়া ট্রেনে উঠে গুনছেন মাসুল। বেনাপোল থেকে যশোরের ভাড়া ২০ টাকা হলেও তাদের কাছ থেকে টিকিট কালেক্টররা আদায় করছেন ৪০-৫০ টাকা। কেউ প্রতিবাদ করলে জরিমানার ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বেনাপোল থেকে যশোরের প্রতিমাসে টিকিট প্রয়োজন ১০-১৫ হাজার। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বেনাপোলে মাসে টিকিট সরবরাহ করে দুই-তিন হাজার। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। কোনো উপায় না পেয়ে ওইসব যাত্রী টিকিট ছাড়াই ট্রেনে ওঠার পর জরিমানাসহ ভাড়া গুনছেন। টিকিট না থাকলে কাউন্টার থেকে যে বিপিটি টিকিট দেওয়ার নিয়ম আছে তাও দিচ্ছে না সংশ্লিষ্টরা। বেনাপোল রেলওয়ের দায়িত্বরত এয়ার্ড মাস্টার ইছাহক আলী জানান, বেনাপোল স্টেশনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রামের পাহাড়তলী টিএ ব্রাঞ্চ থেকে চাহিদা মতো টিকিট সরবরাহ না করায় এ সমস্যা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে টিকিট প্রিন্টিং প্রেস সুপারভাইজার সরোয়ার হোসেন জানান, বেনাপোলে টিকিট সংকট চলছে জেনেছি। দ্রুত টিকিট পাঠানোর ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর