শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

খানাখন্দে ভরা মদনপুর আড়াইহাজার সড়ক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার-মদনপুর সড়কের প্রায় ১৭ কিলোমিটার সড়কের প্রায় অংশেই খানাখন্দে ভরা। এ সড়কে প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রূপগঞ্জের গাউছিয়া এলাকায় প্রতিনিয়ত যানজটের কারণে আড়াইহাজার উপজেলার উত্তরাঞ্চল নরসিংদী এবং পূর্বাঞ্চল বাঞ্ছারামপুর দ্রুত সময়ে যাতায়াতের জন্য (বাইপাস) এ সড়কটি ব্যবহার করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নরসিংদীগামী মালবাহী কনটেইনার ও ট্রাক যাওয়াতের জন্যও এ সড়কটি বেছে নেওয়া হয়। এছাড়া আড়াইহাজার থেকে যাত্রীবাহী শত শত গাড়ি দ্রুত ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের প্রধান সড়ক এটি। সরু এ সড়কে অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে প্রায় সময় দীর্ঘ যানজট লেগে থাকে। খানাখন্দের অজুহাতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ, তিনগুণ ভাড়া আদায় করা হয়। সন্ধ্যা হলে ভাড়া আদায়ের হার আরও বাড়ে। অভিলাস পরিবহন কোম্পানির চালক আমান উল্লাহ বলেন, সড়কটি গাড়ি চলাচলের জন্য পুরো অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিনই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের চিটাগাং রোড কার্যালয়ের প্রকৌশলী অলিউল্যাহ বলেন, খানাখন্দের মেরামত কাজ দ্রুতই শুরু করা হবে। কাজের টেন্ডার হয়ে গেছে।

সর্বশেষ খবর