বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুই প্রহরীকে বেঁধে ১৩০ ভরি সোনা লুট

কুমিল্লা প্রতিনিধি

দুই পাহারাদারকে বেঁধে সোনার দোকানে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে কুমিল্লার দাউদকান্দিতে। এ সময় ডাকাত দল ১৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৬০ লাখ টাকার মালামাল লুটপাট করে। মঙ্গলবার রাতে উপজেলার সুন্দলপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে একটি মাইক্রোবাসে একদল অস্ত্রধারী ডাকাত সুন্দলপুর বাজারে আসে। প্রথমেই তারা পাহারাদার তৌহিদ ও সোলেমানের মুখে স্কসটেপ লাগিয়ে হাত-পা বেঁধে গাড়িতে আটকে রাখে। এরপর ডাকাত দল মা জুয়েলার্সের শাটার ও কেঁচি গেট ভেঙে ৭০ ভরি সোনা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার, ১০০ ভরি রুপা ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে দুই পাহারাদারকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ছান্দ্রা গ্রামের কাছে ফেলে যায়। সকালে হাত-পা বাঁধা অবস্থায় তাদের দুজনকে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

দাউদকান্দি মডেল থানার এসআই মো. মাহবুবুর রহমান বলেন, মুখে স্কসটেপ মোড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় মহাসড়কের ছান্দ্রা গ্রামের কাছ থেকে বাজারের পাহারাদার দুজনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জুয়েলার্স দোকানের মালিক কমল বণিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। জড়িতদের ধরার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সর্বশেষ খবর