বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

বড়পুকুরিয়ায় কর্মকর্তা শ্রমিক সংঘর্ষ

দিনাজপুর প্রতিনিধি

বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ধর্মঘটের তৃতীয় দিনে খনির কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষে এক পুলিশসহ খনির ৬ কর্মকর্তা ও সাত শ্রমিক আহত হয়েছে। গতকাল সকালে চার কর্মকর্তা খনিতে ঢুকতে গেলে খনির প্রধান গেটে অবস্থান করা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ এড়াতে খনি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য, অর্গানোগ্রাম অনুযায়ী আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদানসহ ১৩ দফা দাবিতে গত রবিবার থেকে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি শুরু করে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীরা। খনির ১ হাজার ৪১ জন শ্রমিক কর্মবিরতি শুরু করায় রবিবার সকাল থেকে খনির কয়লা উত্তোলন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ৬ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি শুরু করে খনিতে কয়লা উত্তোলনের ফলে ২০ গ্রামের ক্ষতিগ্রস্ত সমন্বয় কমিটির নেতারা।

সর্বশেষ খবর