রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

হাইওয়ে পুলিশের চাঁদাবাজি

অতিষ্ঠ গাড়ি মালিকরা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দি হাইওয়ে পুলিশের চাঁদাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে এ অঞ্চলের গাড়ি মালিকরা। সিএনজি অটোরিকশা, বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ প্রতিটি যান থেকে আদায় করা হচ্ছে মাসোহারা। দাউদকান্দি হাইওয়ে থানা ও ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির অধীনে রয়েছে ৪০ কিমি মহাসড়ক। এই অংশে বলদাখাল, শহীদনগর, হোমনা, মতলব, আমিরাবাদ, রায়পুর, ইলিয়টগঞ্জের টামটা, দৌলতপুর ও ছালিয়াকান্দি, কুটুম্বপুর, মাধাইয়ার মহিচাইল ও মাঝিগাছা, নুরিতলা, বাগুর ও জোয়াগ এলাকায় রয়েছে ১৪টি অটোস্ট্যান্ড। যা থেকে প্রতি মাসে মাসোহারা আদায় করছে হাইওয়ে পুলিশ। বলদাখাল, গৌরীপুর, ইলিয়টগঞ্জ ও চান্দিনায় যাত্রীবাহী বাসকে অতিরিক্ত সময় থামিয়ে যাত্রী উঠা-নামার সুযোগ করে দিয়ে প্রতি যাত্রী থেকে ২০০ টাকা করে আদায়েরও অভিযোগ রয়েছে। তাছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে চেকিংয়ের নামে আদায় করা হয় টাকা। এছাড়া দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত মহসড়কে চলাচলকারী যাত্রীবাহী মাইক্রোপ্রতি দিন নিচ্ছে ৫০ টাকা করে।

অভিযোগ আছে, হাইওয়ে থানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত সার্জেন্ট আলমগীর হোসেন কয়েকজন কনস্টেবল ও বিভিন্ন স্ট্যান্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে প্রতিনিয়ত চাঁদা আদায় করছেন। এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে বলেন, কেউ এমন করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর