শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে নিহত ৪, আহত ২০

বিভিন্ন স্থানে আরও সাত প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন চারজন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ যাত্রী। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও সাতজন। প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : জেলার রাউজানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। গতকাল বিকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ফরেস্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাস যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকালে রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট এলাকা থেকে ছেড়ে আসে চট্টগ্রামমুখী বাসটি। রাউজানের ফরেস্ট স্টেশন এলাকায় এলে একটি চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পিংক সিটির লেকে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের নাম জানাতে পারেনি পুলিশ। তবে তাদের মধ্যে দুজন শিশু, একজন নারী এবং একজন বয়স্ক পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—জাহানারা বেগম, ইমন, নুরুল আলম, সৌমেন চাকমা, অমর বিকাশ চাকমা, শাম্মি আকতার প্রিয়া। ওই ঘটনায় আহত জাহানারা বেগম বলেন, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি রাঙ্গুনীয়ার রানীরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। নওগাঁ : সাপাহার উপজেলা সদরের গোডাউনের মোড়ে ট্রাক-চার্জারভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুস সালাম ও হিরোন বেপারী নামের দুই আম ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আবদুস সালাম (২৪) এবং ভোলা জেলার বড় চরসামাইয়া গ্রামের সিদ্দিকী বেপারীর ছেলে হিরোন বেপারী (৩২)। এদিকে বদলগাছী উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী লাব্বিক হোসেন নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মির্জাপুর এলাকার কুসারমাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনায় শিশুর বাবা ভ্যানচালক মকলেছুর রহমান আহত হয়েছেন। আহত মকলেছুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত লাব্বিকের বাড়ি মির্জাপুর গ্রামে। সিরাজগঞ্জ : রায়গঞ্জে বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন বাসের ১৫ যাত্রী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুইয়াগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন —ঠাকুরগাঁও জেলার সৈয়দপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৩৫) ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কার সিদ্দিক (৩৪)। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বগুড়া : বগুড়ার শিবগঞ্জে দুই যাত্রীবাহী কোচের সংঘর্ষে অজ্ঞাতনামা (৪২)  এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন। বান্দরবান : বান্দরবানের রুমার বেতেল পাড়ায় সড়ক দুঘর্টনায় লাল টান বম (২১) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত লাল টান স্থানীয় ইউপি মেম্বার রাম চুয়ানের বড় ছেলে।

সর্বশেষ খবর