চট্টগ্রামে মোটরবাইকে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া গাইবান্ধা, গাজীপুর, দিনাজপুর, নওগাঁ, নাটোর ও ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও সাতজনের। রবিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত ঘটা এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৪ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : বাঁশখালীতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পেকুয়া-বাঁশখালী মহাসড়কের শেখের খিল রাস্তার মাথা এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নূর হোসেন (১৮), আবদুল আজিজ খান (৬০) ও রুবেল (২৫)। পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটি থেকে পিকআপ ভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। হতাহতরা কে কোন গাড়ির যাত্রী তা জানা যায়নি। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলায় গতকাল দুপুরে দুই বাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের ৩০ যাত্রী। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, গাইবান্ধা থেকে সোমা পরিবহনের একটি বাস রাজশাহী যাচ্ছিল। পথে বগুড়া থেকে আসা আগমনী এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। গাজীপুর : ট্রাক-বাস সংঘর্ষে ট্রাকচালক নিহত ও ২০ বাসযাত্রী আহত হয়েছেন। নিহতের নাম রিপন (৩৫)। তিনি ময়মনসিংহের ভালুকার হোসেন আলীর ছেলে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় এ দুঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দিনাজপুর : বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকার গোয়ালমোড়ে গতকাল কাভার্ড ভ্যানের ধাক্কায় সোহাগ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোহাগ (২১) বীরগঞ্জের গোবিন্দপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। নওগাঁ : শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আবু হাসান জয় (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার চাচা মুনছুর আলী। সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় শৈলগাছি ইউনিয়নের রামরাইপুরের হোসেন আলীর ছেলে। নাটোর : লালপুরের আরামবাড়ীয়া বাজার এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম খোকন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খোকন উপজেলার নুরুল্লাপুর গ্রামের আবুল কালামের ছেলে। সাভার : ঢাকার সাভারে বাসচাপায় জরিনা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজের ওপর গতকাল এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
বাইকে কাভার্ড ভ্যানের ধাক্কা প্রাণ গেল তিনজনের
বিভিন্ন স্থানে সড়কে আরও ৭ প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর