চট্টগ্রামে মোটরবাইকে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া গাইবান্ধা, গাজীপুর, দিনাজপুর, নওগাঁ, নাটোর ও ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও সাতজনের। রবিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত ঘটা এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৪ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : বাঁশখালীতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পেকুয়া-বাঁশখালী মহাসড়কের শেখের খিল রাস্তার মাথা এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নূর হোসেন (১৮), আবদুল আজিজ খান (৬০) ও রুবেল (২৫)। পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটি থেকে পিকআপ ভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। হতাহতরা কে কোন গাড়ির যাত্রী তা জানা যায়নি। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলায় গতকাল দুপুরে দুই বাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের ৩০ যাত্রী। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, গাইবান্ধা থেকে সোমা পরিবহনের একটি বাস রাজশাহী যাচ্ছিল। পথে বগুড়া থেকে আসা আগমনী এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। গাজীপুর : ট্রাক-বাস সংঘর্ষে ট্রাকচালক নিহত ও ২০ বাসযাত্রী আহত হয়েছেন। নিহতের নাম রিপন (৩৫)। তিনি ময়মনসিংহের ভালুকার হোসেন আলীর ছেলে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় এ দুঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দিনাজপুর : বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকার গোয়ালমোড়ে গতকাল কাভার্ড ভ্যানের ধাক্কায় সোহাগ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোহাগ (২১) বীরগঞ্জের গোবিন্দপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। নওগাঁ : শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আবু হাসান জয় (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার চাচা মুনছুর আলী। সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় শৈলগাছি ইউনিয়নের রামরাইপুরের হোসেন আলীর ছেলে। নাটোর : লালপুরের আরামবাড়ীয়া বাজার এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম খোকন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খোকন উপজেলার নুরুল্লাপুর গ্রামের আবুল কালামের ছেলে। সাভার : ঢাকার সাভারে বাসচাপায় জরিনা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজের ওপর গতকাল এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
বাইকে কাভার্ড ভ্যানের ধাক্কা প্রাণ গেল তিনজনের
বিভিন্ন স্থানে সড়কে আরও ৭ প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর