চট্টগ্রামে মোটরবাইকে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া গাইবান্ধা, গাজীপুর, দিনাজপুর, নওগাঁ, নাটোর ও ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও সাতজনের। রবিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত ঘটা এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৪ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : বাঁশখালীতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পেকুয়া-বাঁশখালী মহাসড়কের শেখের খিল রাস্তার মাথা এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নূর হোসেন (১৮), আবদুল আজিজ খান (৬০) ও রুবেল (২৫)। পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটি থেকে পিকআপ ভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। হতাহতরা কে কোন গাড়ির যাত্রী তা জানা যায়নি। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলায় গতকাল দুপুরে দুই বাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের ৩০ যাত্রী। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, গাইবান্ধা থেকে সোমা পরিবহনের একটি বাস রাজশাহী যাচ্ছিল। পথে বগুড়া থেকে আসা আগমনী এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। গাজীপুর : ট্রাক-বাস সংঘর্ষে ট্রাকচালক নিহত ও ২০ বাসযাত্রী আহত হয়েছেন। নিহতের নাম রিপন (৩৫)। তিনি ময়মনসিংহের ভালুকার হোসেন আলীর ছেলে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় এ দুঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দিনাজপুর : বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকার গোয়ালমোড়ে গতকাল কাভার্ড ভ্যানের ধাক্কায় সোহাগ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোহাগ (২১) বীরগঞ্জের গোবিন্দপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। নওগাঁ : শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আবু হাসান জয় (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার চাচা মুনছুর আলী। সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় শৈলগাছি ইউনিয়নের রামরাইপুরের হোসেন আলীর ছেলে। নাটোর : লালপুরের আরামবাড়ীয়া বাজার এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম খোকন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খোকন উপজেলার নুরুল্লাপুর গ্রামের আবুল কালামের ছেলে। সাভার : ঢাকার সাভারে বাসচাপায় জরিনা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজের ওপর গতকাল এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে : মোস্তফা ফিরোজ
- 'ইন্টারনেট ব্ল্যাকআউট' কর্মসূচি বাতিল
- মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে বললেন-‘লাভ হবে না’
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ