বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পানি বৃদ্ধি অব্যাহত ডুবছে আমন খেত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও ধরলা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। উজানের ঢল ও বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতীরবর্তী শতাধিক চর প্লাবিত হয়েছে। পানি প্রবেশ করতে শুরু করেছে নিম্নাঞ্চলের ঘর-বাড়িতে। এ সব এলাকার রোপা আমন খেত তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকার কৃষক করমত আলী জানান, দেশের সব জায়গায় কম-বেশি বৃষ্টি হলেও কুড়িগ্রামে কোনো বৃষ্টি হয়নি। আমরা এখানকার কৃষকরা সকলে সেচ দিয়ে আমানের চারা রোপন করেছি। কিন্তু এখন সেই আমন খেত পানিতে তলিয়ে যাচ্ছে। পানি আরো বাড়তে থাকলে এবং বন্য দীর্ঘস্থায়ী হলে আমন খেত নষ্ট হয়ে যাবে।

সর্বশেষ খবর