সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিক্ষককে হত্যা মামলায় জড়ানোর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

ব্রাক্ষ্মণপাড়া উপজেলার শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম দুলালকে হত্যা মামলায় জড়ানোর অভিযোগ করা হয়েছে। প্রতিবাদে গতকাল কুমিল্লা নগরীতে সংবাদ সম্মেলন ডেকে তার সহকর্মী ও স্বজনরা এ অভিযোগ করেন। দাবি করা হয়, প্রধান শিক্ষককে মামলায় জড়ানোর কারণে বিদ্যালয়ের শিক্ষার সার্বিক পরিবেশ নষ্ট হচ্ছে। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। লিখিত বক্তব্য পাঠ করেন দুলালের ছোট ভাই সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর ব্রাক্ষ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও কয়েকজন আহত হন। ওই ঘটনায় শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম দুলাল সম্পৃক্ত না থাকলে গ্রাম্য দলাদলির কারণে মামলার বাদী নিহত খোরশেদ আলমের স্ত্রী নাছিমা দুলালকে হুকুমের আসামি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— শাহিন মাহমুদ সরকার, ইয়াসমিন আক্তার, সৈয়দুর রহমান, নার্গিস আক্তার প্রমুখ।

সর্বশেষ খবর