রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বান্দরবানের আকাশে ড্রোন দেখে আতঙ্ক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার আকাশে হঠাৎ করেই ড্রোন ক্যামেরা দেখে হকচকিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল সাধারণ মানুষ। পরে বিনা অনুমতিতে আকাশে উড্ডয়নের অভিযোগে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন ড্রোন ক্যামেরাটি জব্দ করে।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে লামা পৌর এলাকার লামার মুখ, সদর ইউনিয়নের মেওলার চর ও রূপসীপাড়া ইউনিয়নের দরদরিপাড়ার আকাশে ড্রোন ভেসে বেড়াতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে তারা ক্যামেরা ড্রোনটি জব্দ করে। লামা থানার ওসি আপ্পেলা রাজু নাহা জানান, ড্রোনটি একটি টোব্যাকো কোম্পানি নিয়ে এসেছিল। পূর্বানুমতি ছাড়া এ ড্রোন দিয়ে ভিডিও ও ছবি ধারণ করা হচ্ছিল। ওই কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ নাসিম জানান, নদীতীরবর্তী এলাকায় তামাক চাষ না করতে কৃষকের মধ্যে প্রচার চালানোর জন্য একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণে ড্রোন ক্যামেরাটি দিয়ে ভিডিও ধারণ করা হচ্ছিল।

সর্বশেষ খবর