মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা সিবিএ নেতাদের হামলা-বাধায় পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় বন্দর সিবিএ সাধারণ সম্পাদকসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটলেও রাত ১১টার দিকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দফতর বিষয়টি সংবাদমাধ্যকে জানায়। মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব ওহিউদ্দিন চৌধুরী জানান, শুক্রবার বেলা ১১টায় খুলনা নৌবাহিনী স্কুলে নয়টি ক্যাটাগরিতে ৪০টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়। এ সময় তিনটি ধাপের প্রথম পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ওই ফলে বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নেতাদের পছন্দের প্রার্থীরা অকৃতকার্য হওয়ায় পরের ধাপের প্রক্রিয়া বন্ধ করতে নানা হুমকি দেয়। একপর্যায়ে কেন্দে ঢুকে তারা পরীক্ষা বন্ধ করে দেয়। লাঞ্ছিত করে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান, পরিচালক প্রণব কুমার রায়, নিয়োগ কমিটির আহ্বায়ক ও বন্দর কর্তৃপক্ষের সদস্য আফসানা ইয়াসমিন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের সচিব ওহিউদ্দিন চৌধুরী, যান্ত্রিক ও তড়িৎ বিভািগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান শাহ চৌধুরী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কমান্ডার আব্দুল আলীমকে। তাদের গাড়ির চাবি কেড়ে নেয়। পরীক্ষা কেন্দ ভাঙচুর করা হয় বলেও জানান ওহিউদ্দিন। নৌবাহিনীর ও পুলিশ সদস্যদের খবর দিলে তারা ওইসব কর্মকর্তাকে উদ্ধার করে নিয়ে যান। নাম প্রকাশে অনচ্ছুিক মোংলা বন্দরের কয়েক কর্মচারী বলেন, আগে মোংলা বন্দরে নিয়োগের ক্ষেত্রে ৩০ ভাগ পোষ্যকোটা চালু ছিল, পরবর্তীতে তা বাতিল হয়। বর্তমান সিবিএ নেতাদের নির্বাচনী ইশতেহারে ছিল সেই পোষ্যকোটা পুনরায় বহালের প্রতিশ্রুতি। কিন্তু নেতারা সেই দাবি বাস্তবায়ন না করে ব্যক্তিস্বার্থে আত্মীয়-স্বজন ও বিভিন্ন জনের কাছ থেকে সুবিধা নিয়েছে। তাদের পছন্দসই প্রার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিশৃঙ্খলার মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া বন্ধ করে দেয়। অভিযুক্ত সিবিএ নেতা কাজী খুরশিদ আলম পল্টু বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে বন্দরের ইতিহাসে লিখিত পরীক্ষায় কোনদিন এতো হার্ড (কঠিন) প্রশ্ন করা হয়নি। এবার যে প্রশ্ন হয়েছে তাতে অনেকেই উত্তীর্ণ হতে না পারায় আমি প্রতিবাদ জানিয়ে পরীড়্গা বন্ধ করতে বলেছি।’ নিয়োগবাণিজ্যের বিষয়ে তিনি বলেন, কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অর্থ নেওয়া হয়নি।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
হামলা-বাধায় নিয়োগ পরীক্ষা পণ্ড
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর