বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বীজতলায় কোল্ড ইনজুরি

দিনাজপুর প্রতিনিধি

বীজতলায় কোল্ড ইনজুরি

দিনাজপুরের হাকিমপুরে কোল্ড ইনজুরি আক্রান্ত বীজতলা - বাংলাদেশ প্রতিদিন

ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছে। বীজতলা চারা লালচে রঙ ধরেছে, কোথাও আবার ধরেছে পচন। ফলে বিপাকে পড়েছে কৃষকরা।

হাকিমপুরের জালালপুর গ্রামের কৃষক তাজ, শরিফুল, আসলাম জানান, ঘনকুয়াশা ও তীব্র ঠা-ার কারণে বোরোর বিজগুলো লাল হয়ে যাচ্ছে। পচারি ধরে মরছে বীজ। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বীজতলায় বাড়তি পানি দিয়েও তেমন ফল পাওয়া যাচ্ছে না। আরও কিছুদিন এভাবে শীত পড়লে অধিকাংশ বীজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন জানান, চলতি বছর হাকিমপুরে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৪৫০ হেক্টর জমিতে। সে অনুযায়ী ইপজেলার বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ৪৬৬ হেক্টর। সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বর্তমানে তাপমাত্রা কিছুটা কম থাকার কারণে কিছু কিছু বীজতলায় কোল্ড ইনজুরি দেখা দিয়েছে। এতে ভয়ের কারণ নেই। কৃষকদের বীজতলায় পানি দেওয়ার জন্য এবং স্প্রে করার পরামর্শ দিয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর