মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সরকারি ইনজেশনে পার্শ্ব প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে অর্থপেডিক বিভাগে ৩০ জনের অধিক রোগী ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। রোগীর স্বজনরা জানিয়েছেন, গতকাল রাত ৯টার দিকে সরকারিভাবে সরবরাহ করা এন্টিবায়োটিক ইনজেকশন রোগীর শরীরে পুশ করার পরপরই খিচুনি দিয়ে জ্বর এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ওই ইনজেকশনগুলোর নমুনা সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর