সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ে হত্যাকাণ্ডের পথ পরিহার করুন : সিইসি

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের হত্যাকাণ্ডের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যদিয়ে পাহাড় অশান্ত করে তুলেছেন, তারা সংঘাতের পথ পরিহার করুন। গতকাল দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় কে এম নুরুল হুদা সশস্ত্র সন্ত্রাসীদের উদ্দেশে এসব কথা বলেন। সভায় ইসি সচিব হেলাল উদ্দিন, সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মাদ সাজ্জাদ, ২৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুবুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুল ইসলাম, রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির, খাগড়াছড়ি পুলিশ সুপার আহমারউজ্জামান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর