শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল আরও এক যুবকের

ভোলা প্রতিনিধি

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল আরও এক যুবকের

বাঁশ-গাছে টাঙানো বিদ্যুতের তার -বাংলাদেশ প্রতিদিন

ধান খেতের মধ্য দিয়ে বাঁশের খুঁটিতে বাঁধা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেছে নাঈম শরীফ নামের এক যুবকের। বৃহস্পতিবার রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নাইম ঢাকা আলী মাদ্রাসা থেকে এ বছর কামিল পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছিলেন। তার বাবা উদয়পুর দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল হাই শরীফ। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে বাসার বিদ্যুৎ চলে যাওয়ায় নাইম দেখতে গিয়েছিল লাইনে কোথাও সমস্যা হয়েছে কি না। গিয়ে দেখেন বাঁশের খুঁটিতে বাঁধা বিদ্যুতের তার ধান খেতের মধ্যে পড়ে আছে। নাইম ওই বাঁশ ধরে তা ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের অভিযোগ, পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির জন্য ভোলায় প্রতিনিয়ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ না কেউ মারা যাচ্ছে। মানুষের বাড়ির ঘরের উপর দিয়ে খোলা তারে বিদ্যুৎ লাইন স্থাপন করায় প্রায়ই দুর্ঘটনার শিকার হয় নিরীহ মানুষ। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাবাজার এলাকায়। সেখানে পুকুরে গোসল করতে গিয়ে একসঙ্গে চার শিশু-কিশোরের প্রাণ গিয়েছিল। তার পরও কর্তৃপক্ষের টনক নড়েনি। মানুষ মারা গেলে ২০ থেকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েই তাদের দায়িত্ব শেষ করেন।

সর্বশেষ খবর