শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

এক পলক

খোলা আকাশের নিচে ঝড়ে ক্ষতিগ্রস্তরা 

নেত্রকোনার আটপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনেকেই বসবাস করছেন খোলা আকাশের নিচে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। দুদিন ধরে চলছে তালিকা প্রস্তুতের কাজ। গত বুধবার রাতে ঝড় বয়ে যায় আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ১২টি গ্রামের গাছপালাসহ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। -নেত্রকোনা প্রতিনিধি

সংঘর্ষে আহত ১৫

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর তীরে মাছ ঘাট দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে মেঘনা নদীর চান্দার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে।

-রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ঈদের নামাজ আদায়ে  প্রস্তুতিমূলক সভা

উপমহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামায়াত শান্তিপূর্ণভাবে আদায়ের লক্ষ্যে ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা হয়েছে। ঈদগাহ মাঠ নির্মাণের উদ্যোক্তা হুইপ ইকবালুর রহিম জানিয়েছেন, এবার ১০ লক্ষাধিক মুসল্লি যাতে নামাজ আদায় করতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

-দিনাজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর