রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

বরগুনা টাঙ্গাইলে ব্রিজ ভেঙে চলাচল বন্ধ

বরগুনা ও টাঙ্গাইল প্রতিনিধি

বরগুনা টাঙ্গাইলে ব্রিজ ভেঙে চলাচল বন্ধ

টাঙ্গাইলে ধসে পড়া সেতু -বাংলাদেশ প্রতিদিন

বরগুনার তালতলী উপজেলার ছোট বগী পিকে স্কুলের ব্রিজটি ভেঙে পড়েছে। এ ব্রিজ দিয়ে প্রতিদিন ১৫-২০ হাজারের বেশি মানুষ চলাচল কর। ব্রিজটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। পিকে স্কুলের কয়েক শিক্ষার্থী জানান, সেতুটি ধসে পড়ায় আমরা ঠিক সময় স্কুলে যেতে পারছি না। অনেক পথ ঘুরে স্কুলে যেতে হয়। শিক্ষক জাকির হোসেন চুন্নু জানান, স্কুল সংলগ্ন ছোটবগী খাল থেকে বালু উত্তোলন করে বাড়ি-পুকুর ভরাট করার কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে ব্রিজটির ক্ষতিসাধন করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর উপরের ব্রিজটি ধসে পড়ার কারণে জেলা সদরের সঙ্গে বাসাইল, সখীপুরসহ কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সকালে সেতুটি ভেঙে পড়ে। ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে জানা গেছে। সম্প্রতি এর কিছু অংশ ধসে পড়ার কারণে বাড়তি সতর্কতার জন্য সেতুর উপর বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। মঙ্গলবার সকালে বেইলি ব্রিজটিও ধসে পড়ে। বেইলি ব্রিজটি মেরামতের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কাজ করছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর