শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

বেহাল সড়কে কমছে যান চলাচল

শরীয়তপুর প্রতিনিধি

বেহাল সড়কে কমছে যান চলাচল

শরীয়তপুর-চাঁদপুর মহাড়কের ১২ কিলোমিটার খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। প্রতিনিয়ত এ সড়কে কমছে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল। ব্যক্তিগত গাড়ি সম্পূর্ণ বন্ধ রয়েছে। গর্তে গাড়ি আটকে যাওয়া এবং দুর্ঘটনা এড়াতে চালকরা এ পথে আসতে চান না। এ আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জের আলুর বাজার-চাঁদপুরের হরিনার পথের ফেরি দিয়ে গত এক মাসে ১৮-২০টি যাত্রীবাহী এবং পণ্যবাহী ৫০-৬০টি গাড়ি পারাপার কমেছে। গাড়ি কম চলায় ওই নৌপথ থেকে একটি ফেরি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, একটি অংশে নিন্মমানের সংস্কার কাজ করার অভিযোগে পাঁচ মাস কাজ বন্ধ ছিল। বর্তমানে সড়কের ভেদরগঞ্জের বালিবাড়ির মোড় থেকে আলুর বাজার পর্যন্ত ১২ কিলোমিটারে ছোট-বড় গর্ত মাড়িয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। সওজ সূত্র আরো জানায়, মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের নারায়ণপুর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শেষ পর্যায়ে। ওই অংশ দিয়ে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে। দুর্ভোগ হচ্ছে নারায়ণপুর থেকে আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত ১২ কিলোমিটারে। এ অংশের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান গত জানুয়ারি পর্যন্ত ১৫ শতাংশ কাজ করে ফেলে রাখে। তারা সড়কের ওই অংশের ছোট-বড় গর্ত বালু ও ইট দিয়ে ভরাট করে দেয়।

 

সর্বশেষ খবর