শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

ধানের দামের প্রভাব ঈদ বাজারে

নেত্রকোনা প্রতিনিধি

ঈদ সামনে রেখে জমে উঠেছে নেত্রকোনার ঈদ বাজার। জেলা শহরের ছোটবড়ু বিপণিবিতানগুলোতে প্রতিদিন বাড়ুছে ক্রেতার ভিড়ু। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা। তবে ধানের দাম কম থাকায় এ বছর গ্রাম থেকে ক্রেতা আসছেন কম। বাজারে তাদের আনাগোনা কম হওয়ায় কিছুটা মন ভারী ব্যবসায়ীদের। কৃষিপ্রধান জেলা নেত্রকোনায় নেই মিল-কারখানা। যে সব সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে কর্মরত মানুষ ও তাদের পরিবারের সদস্যরাই ঈদ বাজারে বেশি আসছেন। অন্য বছরের চেয়ে এবার সাধারণ মানুষের ভিড়ু কিছুটা কম মার্কেটগুলোতে। গ্রাম থেকে যারা আসছেন তারাও একদরের দোকানে যাচ্ছেন না। দরাদরি করে সাধ্যের মধ্যে রেখে সন্তানদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন। চাকরিজীবী ক্রেতারা বলছেন, একদরের দোকানগুলোতে ৫০০-৭০০ টাকার কাপড়ু দুই থেকে তিন হাজার টাকায় কিনতে হচ্ছে। ঈদ বাজারে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান  নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

সর্বশেষ খবর