বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

এক পলক

বজ্রপাতে শিক্ষকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কাশিপুর ইউনিয়নের বানিয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত শরিয়ত উল্লার ছেলে।  -ফুলবাড়ী প্রতিনিধি

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পরিবেশ দিবস-১৯ উদ্যাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও উপস্থিত রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে গতকাল জেলা প্রশাসন ও দিনাজপুর পরিবেশ অধিদফতর এ প্রতিযোগিতার আয়োজন করে। অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

-দিনাজপুর প্রতিনিধি

প্রযুক্তি সপ্তাহ

নীলফামারীতে শুরু হয়েছে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। ‘বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি’ এ স্লোগানে গতকাল দুপুরে শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ওই সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।

-নীলফামারী প্রতিনিধি

২০ গুণীকে সম্মাননা

লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল ২০ জন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জেলা পরিষদ মিলনায়তনে শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাড. মতিয়ার রহমান, এন এম নাছিরুদ্দিন, ফেরদৌসি বেগম বিউটি প্রমুখ।

-লালমনিরহাট প্রতিনিধি

ট্রেনের ধাক্কায় মৃত্যু

জামালপুরের মেলান্দহে ট্রেনের ধাক্কায় ভটভটির এক যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার টনকী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানজু শেখ (৫০) উপজেলার শ্যামপুর গ্রামের মহেষ শেখের ছেলে। -জামালপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর