শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
তিনজনকে কুপিয়ে হত্যা

ঘাতকের জানাজা-দাফনে এলাকাবাসীর বাধা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নারী-শিশুসহ তিনজনকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে মারা যাওয়া মোখলেছের জানাজা ও লাশ দাফনে বাধা দেয় এলাকাবাসী। লাশ দাফন না করার দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা। পরে দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ এলাকাবাসীকে শান্ত করেন। তিনি নিহতদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে মোখলেছের জানাজা ও দাফন সম্পন্ন করেন। ওসি বলেন, ‘প্রথমে বিক্ষুব্ধ জনতা মোখলেছের লাশ ও দাফন কাজে বাধা প্রদান করেন। পরে পুলিশের সহায়তায় ছেছড়াপুকুরিয়া গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’ প্রসঙ্গত, বুধবার সকালে রিকশাচালক মোখলেছুর রহমান ধারালো ছেনি দিয়ে কুপিয়ে এক শিশু ও দুই নারীকে হত্যা করে। পরে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলে।

সর্বশেষ খবর