বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
এইচএসসির পরীক্ষার ফলাফল

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস

ময়মনসিংহ প্রতিনিধি

গতকাল প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে ময়মনসিংহ শহরের সেরা ৮টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৯১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন। অন্যদিকে ৯৯ দশমিক ৪৩ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। জেলায় সর্বোচ্চ ৩২৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে। দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা : ঝালকাঠি প্রতিনিধি জানান, আলীম পরীক্ষায় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা জিপিএ-৫ প্রাপ্তিতে দেশসেরা হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে ২০৬ জন অংশগ্রহণ করে ২০৪ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। মাদ্রাসার অধ্যক্ষ বলেন, দেশের বিভিন্ন শীর্ষ মাদ্রাসার পাসের হার ও ফলাফলের ভিত্তিতে তুলনা করে দেশসেরা অবস্থানে এনএস কামিল মাদ্রাসা।

সর্বশেষ খবর