এইচএসসি পরীক্ষার ফলে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এই বছর ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করার কৃতিত্ব দেখিয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মূল নিয়ামক।
প্রতিষ্ঠানটির এই গৌরবোজ্জ্বল সফলতায় কৃতী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।