চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলে চমক দেখিয়েছে পাবনার মানব কল্যাণ ট্রাস্টের ১১ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। শ্রুতি লেখকের সহায়তা নিয়ে জিপিএ-৫ পেয়েছেন হারুনার রশীদ নামে এক ছাত্র। অন্য ১০ জন পেয়েছেন জিপিএ-৪। তাদের এই অভাবনীয় সাফল্যে উৎফুল্ল পাবনা মানব কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট সবাই। ১১ দৃষ্টি প্রতিবন্ধী শ্রুতি লেখককের সহায়তায় পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজ ও শহীদ এম মনসুর আলী কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পাবনা মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর আবুল হোসেন বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীরা সবাই দরিদ্র ঘরের সন্তান। অন্ধদের লেখাপড়ার জন্য প্রয়োজন ব্রেইল পদ্ধতি। দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুযোগ নেই। তাদের পরীক্ষার জন্য দরকার শ্রুতি লেখকের। একজন শ্রুতি লেখককে সম্মানি দিতে হয় ৮-১০ হাজার টাকা। যেটা এ প্রতিবন্ধীদের পক্ষে বহন করা সম্ভব নয়। শিক্ষাবোর্ড থেকে শ্রুতি লেখকদের অনুমোদন, রেজিস্ট্রেশন জটিলতা এবং বিভিন্ন বোর্ডের ভিন্ন ভিন্ন নীতিমালার কারণে পদে পদে তাদের হয়রানির শিকার হতে হয়।’ তিনি বলেন, ‘প্রায় ১০০ জন দৃষ্টিপ্রতিবন্ধী পাবনার মানব কল্যাণ ট্রাস্টের আশ্রয়ে থেকে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করছে। এছাড়া এ প্রতিষ্ঠান থেকে ১৪ জন পথশিশু প্রাথমিক শিক্ষা ও দুজন এমএ পড়াসহ ১৮৫ জন বিভিন্ন শ্রেণিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেশে উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় পাবনা মানব কল্যাণ ট্রাস্টে অন্ধ শিক্ষার্থীদের ঝোক একটু বেশি।’ জিপিএ-৫ পাওয়া হারুনার রশিদ বলেন, ‘পরিবারের কাছে সে অবহেলিত ছিল। তার ইচ্ছা উচ্চ শিক্ষা শেষে চাকরি করে পরিবার ও প্রতিবেশীদের সহায়তা করা। অন্ধরা যাতে পরিবারের বোঝা না হয়ে সহায়ক হতে পারে সে জন্য উচ্চ শিক্ষা গ্রহণ জরুরি। এটাই তার জীবনের একমাত্র যুদ্ধ।’ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আওয়াল কবির জয় বলেন, আবুল হোসেন স্যার পাবনা মানব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রতিবন্ধীদর শিক্ষা বিস্তারে যে ভূমিকা রাখছেন তা নজিরবিহীন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান জানান, আবুল হোসেন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে শিক্ষিত করতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।
শিরোনাম
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
মানবকল্যাণ ট্রাস্টের ১১ প্রতিবন্ধীর চমক
এসএ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর