রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নগরকান্দায় ভিজিএফের চাল নিয়ে দুর্নীতি

ফরিদপুর প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে  নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। দরিদ্রদের মাঝে এ চাল দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যানের ঘনিষ্ঠজন এবং তার অনুসারীদের এ চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেবার কথা থাকলেও ১০/১২ কেজির বেশী কাউকেই দেয়া হয়নি।

উপজেলা সূত্রে জানা গেছে,  ৯৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করার জন্য মোট ১৪ হাজার ২২০ কেজি চাল বরাদ্দ পায় পুরাপড়া ইউনিয়ন পরিষদ। ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান মিয়া,  ট্যাগ অফিসার- উপজেলা পাট কর্মকর্তা আবদুস সালাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দুজন প্রতিনিধি  পুরাপাড়া ইউপি কার্যালয়ে উপস্থিত থেকে ভিজিএফ এর চাল বিতরণ করেন। ভিজিএফ চাল বিতরণ এর শুরুতে বুধবার সকালে চালের বস্তা গণনা করেন ট্যাগ অফিসার আবদুস সালাম।  প্রতিবস্তায় ৩০ কেজি হিসেবে মোট ৪৭৪ বস্তা চাল থাকার কথা থাকলেও সেখানে পাওয়া যায় ৪৬৯ বস্তা চাল। ৫ বস্তা চাল কম থাকার বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান মিয়া বলেন, উপজেলার গোডাউন থেকে চাল উত্তোলন করার সময়  ৫ বস্তা চাল গোডাউনের কুলিদের দিয়ে এসেছি। ভিজিএফের চাল জনপ্রতি ১৫ কেজি করে বিতরণ করার কথা থাকলেও দেওয়া হয়েছে ১০-১২ কেজি করে। চাল বিতরনের পর  ইউপি কার্যালয়ে ১৭ বস্তা চাল মজুদ দেখা যায়। চাল কম দেবার বিষয়ে ট্যাগ অফিসার আবদুস সালাম বলেন, চাল ৫ বস্তা কম থাকায়, জনপ্রতি চাল কিছু কম দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা শুভ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরকে বিষয়টি স্থানীয়রা জানালেও তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।

সর্বশেষ খবর