মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যের ১০ বছরের কারাদন্ড

ফরিদপুর প্রতিনিধি

আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মতিয়ার রহমান গতকাল এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদ মৃধা, শহিদুল ইসলাম, মহসিন মোল্লা ও নাহিদ মোল্লা। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

ফরিদপুর বিশেষ জজ আদালতের পিপি গোলাম রব্বানী বাবু জানান, ২০১৬ সালের ২৬ আগস্ট ভাঙ্গা বাজার থেকে ময়মনসিংহের একটি বোমা বিস্ফোরণ মামলার পলাতক আসামি নাহিদ মোল্লাকে আটক করা হয়। তার তথ্যমতে ওইদিন আটক হন ফরিদপুর অঞ্চলের আনসারউল্লাহ বাংলা টিমের সামরিক কমান্ডার ফরিদ মৃধা। এ সময় তার কাছ থেকে একটি গুলিভর্তি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১২টি হাত বোমা, বোমা বানানোর পাউডার, বিস্ফোরক জব্দ ও তার দুই সহযোগীকে আটক করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

সর্বশেষ খবর