সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গল ও বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : রামপাল ও মোল্লাহাটে দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সড়কের বাবুরবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হন। আহত হন পাথরবোঝাই ট্রাকের চালক। নিহতদের মধ্যে চালকের পরিচয় জানা গেছে। তার নাম ইয়াসিন হোসেন আনসারী (২২)। বাড়ি সাতক্ষীরার নগরঘাটা গ্রামে। অপরদিকে গতকাল তিন বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় মোহাম্মদ আলী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় জোবায়ের ও বাপ্পী নামে দুজন গুরুতর আহত হন। নিহত মোহাম্মাদ আলী মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের জাকির সরদারের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। বগুড়া : ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলায় বগুড়া-নাটোর মহাসড়কের গোহাইল স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহালু উপজেলার মহিষবাথান গ্রামের মনসের আলী শেখের ছেলে নূরুল ইসলাম (৪৫) ও নন্দীগ্রামের বিজরুল গ্রামের আবদুল খালেকের ছেলে তোফাজ্জল বারী বুলবুল (৫০)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় মঙ্গলবার যাত্রীবোঝাই বাস উল্টে দুজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাতক্ষীরা : মোটরসাইকেল-ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নুরনগর ইউনিয়ন যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার সৈয়াদালীপুর গ্রামের আবু মুসার ছেলে। জামালপুর : বকশীগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় মারা গেছেন এক মোটরসাইকেল চালক। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (৩০)। তিনি বগারচর ইউনিয়নের রামরামপুর গ্রামের আয়েল উদ্দিনের ছেলে। ঝালকাঠি : রাজাপুরে সড়ক দুর্ঘটনায় আবদুর রাজ্জাক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি-ভান্ডারিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। রাজ্জাক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আবদুল গনির ছেলে। খুলনা : বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইমরান মোড়ল (২০) নিহত হয়েছেন। গতকাল ডুমুরিয়া উপজেলার চুকনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মোড়ল ডুমুরিয়া উপজলের চুকনগর পশ্চিমপাড়ার বাসিন্দা।