শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিক্ষকসহ ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

শিক্ষকসহ ছয়জন নিহত

কুড়িগ্রামে ইজিবাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এছাড়া চার জেলায় সড়কে প্রাণ গেছে আরও চারজনের। বুধবার রাত ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- কুড়িগ্রাম : রাজারহাট উপজেলার তালতলায় গতকাল দুপুরে ইজিবাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল বাতেন (৬৫) সিঙ্গেরডাবরী হাট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তার বাড়ি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির গ্রামে। সিরাজগঞ্জ : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দির আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও আজিম উদ্দিনের ছেলে নজরুল উসলাম (৩২)। দুর্ঘটনার পর মহসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গাজীপুর : মহানগরীর কোনাবাড়ী কলেজগেট এলাকায় বুধবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী আব্দুর রহিম (৩৮) নিহত হয়েছেন। রহিম সিরাজগঞ্জের উল্লাপাড়ার আবদুল জলিলের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক আয়েস মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। নড়াইল : গোবরা-নওয়াপাড়া সড়কের আগদিয়া বাজার এলাকায় গতকাল সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন খাদে পড়ে চালক মাহমুদ হোসেন (৩২) নিহত হয়েছেন। মাহমুদের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। এ সময় রিয়াজ (২২) নামে একজন গুরুতর আহত হয়েছেন। নওগাঁ : মান্দায় মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছেন মিজানুর রহমান (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী। নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা মোড়ের কাছে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর মান্দা পজেলার সগুনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর