বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাঁধ ভেঙে পানিবন্দী ৫ শতাধিক পরিবার

বিপদসীম তিন দিনের টানা বর্ষণ

লালমনিরহাট প্রতিনিধি

তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তিস্তা ব্যারাজ পয়েন্টের পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া হাতীবান্ধা উপজেলায় তিস্তার ডান তীরের দক্ষিণ ধুবনী এলাকার একটি বাঁধ ভেঙে প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানিয়েছে, গতকাল বিকাল থেকে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ও হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিংগীমারী, সিন্দুর্ণা, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী এলাকায় বাঁধ ভেঙে গিয়ে ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, দক্ষিণ ধুবনী এলাকায় একটি বাঁধ ভেঙে প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সরকারি সাহায্যের জন্য উপজেলা নির্বাহী অফিসারে কাছে আবেদন করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, সার্বক্ষণিক তিস্তাপাড়ের মানুষের খোঁজ খবর নেওয়া হচ্ছে। বন্যার্ত পরিবারের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। পাউবোর ডালিয়া ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ভারি বর্ষণে উজানের পানি বৃদ্ধি পেয়েছে। ব্যারাজের ৪৪টি স্লুইচ গেট খুলে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর