বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাড়ি ভাঙচুর মালামাল লুট

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে রহিমা খাতুন (৫০) নামে স্বামী পরিত্যক্তা এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার ও মঙ্গলবার উপজেলার মাস্টারবাড়ি এলাকায়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন রহিমা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

অভিযোগ এবং রহিমার পরিবার জানায়, রহিমার স্বামী নুরুদ্দিন ওরফে নুরু মিয়া বেশ কয়েক বছর আগে তাকে ফেলে চলে গেছে।

 যাওয়ার আগে নুরু তার চাচাতো ভাই সলাউদ্দিনের কাছে রহিমার জমি বিক্রি করে যান। ওই জমিতে দুটি দোকানসহ ৩১টি কাঁচা-পাকা ঘর ছিল। গত সোমবার একদল সন্ত্রাসী দখলের জন্য দেশীয় অস্ত্র নিয়ে রহিমার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা ১৫টি ঘর ভাঙচুর ও অন্য ঘরে তালা ঝুলিয়ে দিয়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় সালাউদ্দিন সরকার, নুর মোহাম্মদ, সোহরাব উদ্দিনসহসহ অজ্ঞাত ৭৫ জনের বিরুদ্ধে মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন রহিমা।

হামলার বিষয়টি অস্বীকার করে সালাউদ্দিন জানান, নুরুদ্দিন তার কাছে জমি বিক্রির প্রস্তাব দেন। পরে তিনি ওই জমির ওপর স্থাপনা পরিষ্কার করে দিতে বলেন। এ কারণে হয়তো নুরুদ্দিন ঘরগুলো ভাঙচুর করেছেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর