শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

স্কুলমাঠে মাছ চাষ!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

স্কুলমাঠে মাছ চাষ!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পশ্চিম সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ চাষ করার অভিযোগ উঠেছে। ফলে ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারছে না। হচ্ছে না নিয়মিত অ্যাসেম্বলি। সম্প্রতি শিক্ষার্থীরা বই হাতে নিয়ে বিক্ষোভ করে মাঠে মাছ চাষ বন্ধের দাবি জানিয়েছে।

ছাত্রদের দাবি, বৃষ্টি হলে মাঠের পানি ড্রেন দিয়ে পার্শ্ববর্তী খালে ১-২ ঘণ্টায় নেমে যেত। ড্রেন বন্ধ করে দেওয়ায় পানি আর নামতে পারে না। অভিযোগ আছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মাঠে জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ চাষের উপযোগী করে ইজারা দেন। জানা যায়, মাঠটি বিদ্যালয় ও রাস্তা থেকে ৩-৪ ফুট নিচু হওয়ায় বৃষ্টি হলে আশপাশের পানি জমে সৃষ্টি হয় জলবদ্ধতা। এ সুযোগে প্রধান শিক্ষক ও বিদ্যালয় সভাপতি মিলে ড্রেন বন্ধ করে পানি আটকিয়ে মাঠ ইজারা দিয়েছেন। এলাকাবাসী জানান, এ মাঠে ছেলেমেয়েরা খেলাধুলাসহ নানা সমাজিক অনুষ্ঠান করে থাকে। সবচেয়ে গুরুক্তপূর্ন বিষয় হলো- এলাকার কেউ মারা গেলে এখানে জানাজা হতো। এখন তা-ও বন্ধ। অতি দ্রুত পানি নিষ্কাষণ করা প্রয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম জানান, মাঠে আজিজ নামে এক লোক পানি আটকিয়ে মাছ চাষ করছেন। একই কথা বলেন বিদ্যালয় সভাপতি দেলোয়ার রহমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর