সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

‘পাহাড়ের উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে’

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে জানিয়ে এমপি দীপংকর তালুকদার বলেন, ‘সরকারের আন্তরিকতায় পার্বত্যাঞ্চল এখন পিছিয়ে নেই। সরকারের উন্নয়নের ধারা পাহাড়ের আনাচে-কানাচে পৌঁছে গেছে। পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষ সরকারের এ উন্নয়নের সুফল ভোগ করছে। একটি মহল চায় না পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হোক।’ লংগদু উপজেলার মাইনীমুখের ঢাকাইয়া টিলায় অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণবিতরণ ও দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করতে গিয়ে গতকাল তিনি এ কথা বলেন।

 এ সময় তার সঙ্গে ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু প্রমুখ। এ সময় এমপি পার্বত্যাঞ্চলের অবৈধ অস্ত্রধারীদের দমন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর