শিরোনাম
শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সড়কে ছয় প্রাণহানি আহত ৩৩

প্রতিদিন ডেস্ক

সড়কে ছয় প্রাণহানি আহত ৩৩

বগুড়া, মাগুরা, মাদারগঞ্জ ও রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৭ জন। এছাড়া রাঙামাটিতে পর্যটকবাহী বাস উল্টে আহত হয়েছেন আরও ১৬ জন। বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বোয়ালিয়া নামক স্থানে গতকাল বিকালে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। উপজেলার মুরইল বাজার সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানে মোটরসাইকেলযোগে তিন বন্ধু বগুড়া থেকে নওগাঁর উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার বেড়া থানার কৈটুলা গ্রামের সুরাত আলী শেখের ছেলে জহরুল ইসলাম (২৮) ও বগুড়া জেলার শেরপুর থানার প্রফেসরপাড়ার নূর ইসলামের ছেলে ফজলে রাব্বী (৩০)। মাগুরা : মাগুরা-ঝিনাইদহ সড়কের ইটখলা বাজার এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মাগুরা শহরের কলেজ পাড়ার আরজিনা বেগম (৪৮) এবং মাগুরা সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামের বারিক মোল্যার ছেলে পিকুল হোসেন (৫০)। রাজশাহী : জেলার বাগমারা উপজেলায় শুক্রবার যাত্রীবাহী বাস উল্টে দীনা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন। দীনা খাতুন উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলা গ্রামের এমদাদুল হক ওরফে টুনুর স্ত্রী। মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জ-জামালপুর সড়কে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে এক শিশু নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত মীম সাদিয়া আক্তার (দেড় বছর) উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের মহির উদ্দিনের মেয়ে। আহত ইব্রাহীম (৪৮), আশা (২৫), লেমন সরকার (১৮), আলমগীর হোসেন (৫৫), সাব্বির (৬), শিফাতকে (১৮) মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। রাঙামাটি পর্যটকবাহী বাস উল্টে ১৬ জন আহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে রাঙামাটির মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচায় পাওয়া যায়নি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর