শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের ডাকা ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ট্যাংকলরি মালিক-শ্রমিক নেতাদের বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিক নেতারা। জানা যায়, খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের বিরুদ্ধে মামলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও মহানগর পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। ধর্মঘট প্রত্যাহারের পর খালিশপুরের কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনার জ্বালানি তেল ডিপোতে ট্যাংকলরিতে তেল লোড শুরু হয়। বিশেষ ব্যবস্থায় ট্যাংলরিতে খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু করেন শ্রমিকরা। উল্লেখ্য, খুলনার আড়ংঘাটা থানা এলাকায় ৪ এপ্রিল সড়ক দুর্ঘটনায় ট্যাংকলরির দুই শ্রমিকের বিরুদ্ধে মামলা ও পরে তাদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতারা।

সর্বশেষ খবর