শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অনলাইন জুয়ার আসরে অভিযান, আটক ৯

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার জেলার শহরাঞ্চলসহ গ্রামীণ এলাকায় অনলাইন জুয়া বেড়ে গেছে। এই জুয়ায় অংশ নিয়ে ফতুর হচ্ছে অসংখ্য মানুষ। ব্যবসায়ী শ্রমিক ছাড়াও কিশোর-তরুণ ছাত্ররাও অংশ নিচ্ছে জুয়ায়। এই জুয়ায় টাকা খুইয়ে অশান্তি বাড়ছে ঘরে ঘরে। বাড়ছে অপরাধ প্রবণতা। জেলার চকরিয়ার পৌর বাসটার্মিনালস্থ একটি কুলিং কর্নারে অনলাইন জুয়া খেলার সময় পুলিশ হানা দিয়ে জুয়া পরিচালনার ম্যানেজারসহ ৯ জনকে আটক করেছে। ওই সময় জুয়া খেলার মূল পরিচালকসহ ৫-৬ জন পালিয়ে যায়। কক্সবাজার জেলায় এটিই প্রথম অনলাইন জুয়ার আসর শনাক্তপূর্বক জড়িতদের আটক করা হয়।

বুধবার রাতে জুয়ার আসর থেকে আটকরা হলেন, মো. এমরান (২৫), রুহুল আমিন (৩৫), মো. সাদেক (২৮), মিজানুর রহমান (৩০), মো. মামুন (২৫), মো. সোহেল (২৯), মো. ইউনুছ (২৬), জাহেদুল ইসলাম (২৬), ও মো. জাকির (৪৫)। মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটকদের বিরুদ্ধে থানার এসআই প্রিয়লাল ঘোষ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই কামরুল হাসানকে।

সর্বশেষ খবর