ফরিদপুরের সদর উপজেলার ১২টি ইউনিয়নে শেষ হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া ইউনিয়নের এ সম্মেলন চলে ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিটি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। বৃহস্পতিবার রাতে ফরিদপুর-৩ (সদর) আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন ‘আফসানা মঞ্জিলে’ আওয়ামী লীগের নেতারা বৈঠক শেষে ১২টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। ১২টি ইউনিয়নে যারা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা হলেন, চাদপুর ইউনিয়নে সভাপতি আব্দুল হাই মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আলিয়াবাদ ইউনিয়নে সভাপতি মো. সাদিক, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, ডিক্রিরচর ইউনিয়নে সভাপতি আনোয়ার হোসেন আবু, সাধারণ সম্পাদক মো. দুলাল ফকির, কৈজুরী ইউনিয়নে সভাপতি মাজেদ ফকির, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গেরদা ইউনিয়নে গোলাম মো. হারিছ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কানাইপুর ইউনিয়নে মো. জুলফিকার আলী মিনু, সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই, কৃষ্ণনগর ইউনিয়নে একেএম বাশারুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মোল্যা, মাচ্চর ইউনিয়নে সভাপতি ওমর আলী মোল্যা, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান শেখ, ঈশান গোপালপুর ইউনিয়নে সভাপতি খালেক মৃধা, সাধারণ সম্পাদক এসএম সুলতান আহমেদ, অম্বিকাপুর ইউনিয়নে সোহরাব মন্ডল, সাধারণ সম্পাদক মশিউর রহমান, চরমাধবদিয়া ইউনিয়নে খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার আওয়াল হাসান, নর্থচ্যানেল ইউনিয়নে সভাপতি হাজী মোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হেলাল। কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, প্রতিটি ইউনিয়নের কাউন্সিল হওয়ার পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদক বসে পূর্ণাঙ্গ কমিটি করবেন।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা