ফরিদপুরের সদর উপজেলার ১২টি ইউনিয়নে শেষ হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া ইউনিয়নের এ সম্মেলন চলে ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিটি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। বৃহস্পতিবার রাতে ফরিদপুর-৩ (সদর) আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন ‘আফসানা মঞ্জিলে’ আওয়ামী লীগের নেতারা বৈঠক শেষে ১২টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। ১২টি ইউনিয়নে যারা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা হলেন, চাদপুর ইউনিয়নে সভাপতি আব্দুল হাই মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আলিয়াবাদ ইউনিয়নে সভাপতি মো. সাদিক, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, ডিক্রিরচর ইউনিয়নে সভাপতি আনোয়ার হোসেন আবু, সাধারণ সম্পাদক মো. দুলাল ফকির, কৈজুরী ইউনিয়নে সভাপতি মাজেদ ফকির, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গেরদা ইউনিয়নে গোলাম মো. হারিছ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কানাইপুর ইউনিয়নে মো. জুলফিকার আলী মিনু, সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই, কৃষ্ণনগর ইউনিয়নে একেএম বাশারুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মোল্যা, মাচ্চর ইউনিয়নে সভাপতি ওমর আলী মোল্যা, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান শেখ, ঈশান গোপালপুর ইউনিয়নে সভাপতি খালেক মৃধা, সাধারণ সম্পাদক এসএম সুলতান আহমেদ, অম্বিকাপুর ইউনিয়নে সোহরাব মন্ডল, সাধারণ সম্পাদক মশিউর রহমান, চরমাধবদিয়া ইউনিয়নে খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার আওয়াল হাসান, নর্থচ্যানেল ইউনিয়নে সভাপতি হাজী মোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হেলাল। কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, প্রতিটি ইউনিয়নের কাউন্সিল হওয়ার পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদক বসে পূর্ণাঙ্গ কমিটি করবেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা