ফরিদপুরের সদর উপজেলার ১২টি ইউনিয়নে শেষ হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া ইউনিয়নের এ সম্মেলন চলে ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিটি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। বৃহস্পতিবার রাতে ফরিদপুর-৩ (সদর) আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন ‘আফসানা মঞ্জিলে’ আওয়ামী লীগের নেতারা বৈঠক শেষে ১২টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। ১২টি ইউনিয়নে যারা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা হলেন, চাদপুর ইউনিয়নে সভাপতি আব্দুল হাই মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আলিয়াবাদ ইউনিয়নে সভাপতি মো. সাদিক, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, ডিক্রিরচর ইউনিয়নে সভাপতি আনোয়ার হোসেন আবু, সাধারণ সম্পাদক মো. দুলাল ফকির, কৈজুরী ইউনিয়নে সভাপতি মাজেদ ফকির, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গেরদা ইউনিয়নে গোলাম মো. হারিছ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কানাইপুর ইউনিয়নে মো. জুলফিকার আলী মিনু, সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই, কৃষ্ণনগর ইউনিয়নে একেএম বাশারুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মোল্যা, মাচ্চর ইউনিয়নে সভাপতি ওমর আলী মোল্যা, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান শেখ, ঈশান গোপালপুর ইউনিয়নে সভাপতি খালেক মৃধা, সাধারণ সম্পাদক এসএম সুলতান আহমেদ, অম্বিকাপুর ইউনিয়নে সোহরাব মন্ডল, সাধারণ সম্পাদক মশিউর রহমান, চরমাধবদিয়া ইউনিয়নে খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার আওয়াল হাসান, নর্থচ্যানেল ইউনিয়নে সভাপতি হাজী মোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হেলাল। কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, প্রতিটি ইউনিয়নের কাউন্সিল হওয়ার পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদক বসে পূর্ণাঙ্গ কমিটি করবেন।
শিরোনাম
- রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে আগুন
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
ফরিদপুরে ১২ ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর