শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

উগ্রবাদীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে : শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, অতি ধার্মিক লোকদের প্রতি নজর রাখতে হবে। যাতে করে এর নেপথ্যে যেন কোনো অপশক্তি গড়ে উঠতে না পারে। কারণ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে উগ্রবাদীরা দেশে বিশৃঙ্খলা করে। দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি বলেন, দলের  নেতৃবৃন্দের মধ্যে কোনো বিভাজন মেনে নেওয়া হবে না। ব্যক্তিগত স্বার্থে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করলে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। উন্নয়ন বাধাগ্রস্ত হবে। গতকাল নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বর পশ্চিমপাড়া গ্রামে প্রত্নতত্ত্ব সংগ্রাহক হানিফ পাঠানের বাড়ির কাছে ‘গঙ্গাঋদ্ধি জাদুঘর’ নামে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর