রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ আগুন

আহত ১০ ১৪৪ ধারা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সম্মেলন ডাকা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। বরুড়া পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় গতকাল এ ঘটনা ঘটে।

দুই গ্রুপের পাল্টা কর্মসূচি ঘোষণায় সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ইউএনও আনিসুল ইসলাম বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হ্যান্ডমাইকে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান তিনি। দলীয় সূত্র জানায়, বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল সম্মেলনের এই তারিখ ঘোষণা করেন। অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম সমর্থিত বরুড়া উপজেলা আওয়ামী লীগও একই দিন একই স্থানে পৃথক ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেয়। কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, একই স্থানে দুই পক্ষ সম্মেলন ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ।

সর্বশেষ খবর