কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে পোস্টার-লিফলেটে উপজেলার গ্রামীণ জনপদ ছেয়ে ফেলেছেন। ১৮ জানুয়ারি তিতাস উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ৬টি পদে নির্বাচন হবে। দুটি প্যানেলে ১২ জন ও একজন স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থীসহ ১৩ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোয়াজ্জম হোসেন সেলিম বলেন, দীর্ঘদিন ধরে দলকে সুসংগঠিত করতে কাজ করেছি। আশা করি ভোটাররা মূল্যায়ন করবেন। অপর সভাপতি প্রার্থী সালাউদ্দিন সরকার বলেন, আমি তিতাস উপজেলা যুবদল সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে সভাপতি পদে থেকে দলকে সুসংগঠিত করেছি। দলের দুর্দিনের দায়িত্বে ছিলাম। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন হামলা-মামলার স্বীকার হয়েছি। সাধারণ সম্পাদক প্রার্থী ওসমান গনি বলেন, তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি ও পরবর্তীতে মূল দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা অবস্থায় একাধিক মামলার আসামি হয়েছি। দলকে সুসংগঠিত করতে সব সময় কাজ করেছি। হামলা-মামলায় ও নির্যাতনের শিকার দলীয় নেতা-কর্মিদের পাশে সব সময় ছিলাম, আগামী দিনও থাকব। অপর সাধারণ সম্পাদক প্রার্থী মেহেদী হাসান সেলিম বলেন, দল করার কারণে বহু নির্যাতনের শিকার হয়েছি। গায়েবী মামলার আসামি হয়েছি। হুমকি-ধামকি ও নিরাপত্তাহীনতায় মধ্যে দিন পার করেছি। অন্যান্য পদে প্রার্থীরা হলেন, যুগ্ম সম্পাদক পদে মোয়াজ্জম হোসেন মুন্সী, আবু নাসের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক-১ পদে জহিরুল ইসলাম জাদু, তোফায়েল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক-২ পদে কাজী কবির হোসেন সেন্ট ও মুকবুল সরকার। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা এমদাদ হোসেন আখন্দ বলেন এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শিরোনাম
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২