কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে পোস্টার-লিফলেটে উপজেলার গ্রামীণ জনপদ ছেয়ে ফেলেছেন। ১৮ জানুয়ারি তিতাস উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ৬টি পদে নির্বাচন হবে। দুটি প্যানেলে ১২ জন ও একজন স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থীসহ ১৩ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোয়াজ্জম হোসেন সেলিম বলেন, দীর্ঘদিন ধরে দলকে সুসংগঠিত করতে কাজ করেছি। আশা করি ভোটাররা মূল্যায়ন করবেন। অপর সভাপতি প্রার্থী সালাউদ্দিন সরকার বলেন, আমি তিতাস উপজেলা যুবদল সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে সভাপতি পদে থেকে দলকে সুসংগঠিত করেছি। দলের দুর্দিনের দায়িত্বে ছিলাম। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন হামলা-মামলার স্বীকার হয়েছি। সাধারণ সম্পাদক প্রার্থী ওসমান গনি বলেন, তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি ও পরবর্তীতে মূল দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা অবস্থায় একাধিক মামলার আসামি হয়েছি। দলকে সুসংগঠিত করতে সব সময় কাজ করেছি। হামলা-মামলায় ও নির্যাতনের শিকার দলীয় নেতা-কর্মিদের পাশে সব সময় ছিলাম, আগামী দিনও থাকব। অপর সাধারণ সম্পাদক প্রার্থী মেহেদী হাসান সেলিম বলেন, দল করার কারণে বহু নির্যাতনের শিকার হয়েছি। গায়েবী মামলার আসামি হয়েছি। হুমকি-ধামকি ও নিরাপত্তাহীনতায় মধ্যে দিন পার করেছি। অন্যান্য পদে প্রার্থীরা হলেন, যুগ্ম সম্পাদক পদে মোয়াজ্জম হোসেন মুন্সী, আবু নাসের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক-১ পদে জহিরুল ইসলাম জাদু, তোফায়েল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক-২ পদে কাজী কবির হোসেন সেন্ট ও মুকবুল সরকার। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা এমদাদ হোসেন আখন্দ বলেন এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ