মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

২০ দিনে আক্রান্ত তিন শতাধিক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডায়রিয়ার প্রকোপ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। গত ২০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগী ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রতিদিন এ রোগে আক্রান্ত হয়ে ২০ থেকে ২৫ জন রোগী অন্তঃবিভাগে ভর্তি হচ্ছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় মেঝেতে ও বারান্দায় গাদাগাদি করে তাদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, গত কয়েকদিন যাবত ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। প্রতিদিনই ১২ থেকে ১৫ জন রোগী ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। গত ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চার শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন জানান, ডায়রিয়ায় আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই। পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ আছে।

এ রোগের ক্ষেত্রে কোথাও কারও শরণাপন্ন না হয়ে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে নিয়ে আসার আহবান জানান তিনি।

সর্বশেষ খবর