বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘ভালুকায় মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা’

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের একটি আদালতে গত ২০ জানুয়ারি হুমায়ুন কবির বাদী হয়ে ভালুকা উপজেলা চেয়ারম্যানসহ ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মিথ্যা ঘটনা সাজিয়ে মামলাটি দায়ের করা হয়েছে দাবি করে ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ গতকাল দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলাটি করা হয়েছে। উক্ত ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। তার দাবি উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এই মামলা।

শুনেছি যে ঘটনায় আমাকে আসামি করা হয়েছে, তা হলো বাসের ভাড়া নিয়ে স্থানীয় হুমায়ুন কবিরের সঙ্গে ঝগড়া হয়। ওই সময় বাসস্ট্যান্ডের লোকজন বাস শ্রমিকদের কাছ থেকে তাকে উদ্ধার করেন। ঘটনার সময় আমি ওই স্থানে উপস্থিত ছিলাম না। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর