বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আবাদি জমি হয়ে যাচ্ছে অনাবাদি

ঠাকুরগাঁও প্রতিনিধি

আবাদি জমি হয়ে যাচ্ছে অনাবাদি

আবাদি জমি থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি -বাংলাদেশ প্রতিদিন

জেলার বিভিন্ন এলাকায় ইটভাটার আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার ফসলের খেত ও পরিবেশ। এছাড়া শত শত আবাদি জমি হয়ে যাচ্ছে অনাবাদি। সদর উপজেলার সালন্দর, ফারাবাড়ি, আকচা, জগন্নাথপুর, নারগুন ইউনিয়ন ও পীরগঞ্জের ভিমটিয়া, গোয়াগাঁও মৌজা ও তার আশপাশের এলাকার আবাদি জমিগুলোর মাটি কেটে ভাটাগুলোতে ইট প্রস্তুত করা হচ্ছে। সহস্রাধিক একর আবাদী জমির মাটি কেটে বড় বড় পরিখা, পুকুর ও খাল করায় ওইসব জমিতে ২০ বছরেও ফসল ফলানো সম্ভব হবে না বলে ভূমি বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন জানান, উত্তরের এ জেলাটি ফসল ও সবজি চাষের জন্য অন্যতম জেলা। কিন্তু দুঃখের বিষয় হলো এ ধারাবাহিকতা নষ্ট হচ্ছে জেলার অসংখ্য ইট ভাটার কারণে। প্রতিনিয়তই তারা ফসলি জমির ঊর্বর মাটি কেটে বিনষ্ট করছে। আমরা প্রশাসনিকভাবে এর একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি।

সর্বশেষ খবর